নিউটাউনের নারায়ণপুরে স্ত্রী ও মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আত্মঘাতী স্বামী

 

স্ত্রী ও মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আত্মঘাতী হলেন স্বামী। ঘটনায় স্বামী- স্ত্রীর মৃত্যু হয়েছে অল্পের জন্য রক্ষা পেলেন তাঁদের একমাত্র কন্যা রুপসা মুখার্জি। তাঁকে উদ্ধার করে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে নিউটাউনের নারায়ণপুর এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতদের নাম সাগর মুখার্জি ও রূপা মুখার্জি(১৪)। ঘটনাস্থল থেকে একাটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সেখানে পরিবারের আর্থিক অনটনের কথা উল্যেখ রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যবসা সংক্রান্ত কারণে স্ত্রী ও কন্যাকে খুন করে আত্মঘাতী হয়েছেন গৃহকর্তা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর পুলিশ।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও