বিধানসভায় সেপ্টম্বর মাসে রাজ্য সঙ্গীত এবং রাজ্য দিবস নিয়ে প্রস্তাব অনুমোদন করায় সরকার। সরকারের সমস্ত অনুষ্ঠানের শুরুতে ‘রাজ্য সঙ্গীত’ গাইতে হবে বলে নির্দেশিকা দিয়েছে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
রাজ্য গান হিসাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাংলার মাটি-বাংলার জল’ গানটিকে বেছে নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, পয়লা বৈশাখ দিনটিকে ‘রাজ্য দিবস’ হিসাবে পালন করা হবে, যেটিকে বাংলা দিবস বলা হবে। রাজ্যের সমৃদ্ধ গৌরব, সংস্কৃতি ও ঐতিহ্যেকে সামনে রেখে ‘রাজ্য দিবস’ এবং ‘রাজ্য সঙ্গীত’ এর প্রয়োজন অনুভূত হয়েছে। এদিকে উপস্থিত সকলকে দাঁড়িয়ে দুই গান পরিবেশন করতে হবে। রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান ও কর্মসূচিতে শুরুতে এক মিনিট ৫৯ সেকেন্ড ‘রাজ্য সঙ্গীত’ গাইতে হবে এবং শেষে ‘জাতীয় সঙ্গীত’ গাইতে হবে।