লোকসভা নির্বাচন সামনেই। এদিকে তৃণমূল কংগ্রেসে আদি-নব্য দ্বন্ধ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। দলের ২৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দলও সামনে এসেছে। এই বিরোধ নিয়ে মন্তব্য করেছে কংগ্রেস। প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন যে টিএমসি নেতাদের মধ্যে চলমান বিবাদের মূল কারণ হল বিজেপি। নবীন-প্রবীণের যে লড়াই, সেই লড়াইয়ের স্ক্রিপ্ট তৈরি করছে বিজেপি। লোকসভায় কংগ্রেস দলের নেতা এবং পশ্চিমবঙ্গ কংগ্রেসের প্রধান অধীর রঞ্জন চৌধুরী মঙ্গলবার বলেছেন, তৃণমূল কংগ্রেসের সিনিয়র নেতা এবং নতুন নেতাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এই ফাটলের গল্প বিজেপি লিখেছে। বহরমপুরের কংগ্রেস সাংসদের অভিযোগ, কয়েকদিনের মধ্যে বিজেপি টিএমসি সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রার্থী হিসাবে ঘোষণা করতে পারে। পুরো বিষয়টি বিজেপির নাটক মাত্র। বিজেপি যদি কখনও অভিষেককে মুখ্যমন্ত্রী করে তোলে তাহলে অবাক হবেন না। ইডি ও সিবিআইও তার বিরুদ্ধে নীরব। এদিকে পালটা তৃনমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ পাল্টা কটাক্ষ করেছেন অধীর চৌধুরীকে। তিনি বলেছেন, অধীর চৌধুরি নিজেই বিজেপির লোক।