২১শে জানুয়ারি প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষ্যে সভা করতে চেয়েছিল নওশাদ সিদ্দিকির আইএসএফ৷ ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনেই সভা করার পরিকল্পনা ছিল। কিন্তু পুলিশ অনুমতি না দেওয়াই কোলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল দলটি। বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ ৯টি শর্তে সভা করার অনুমতি দিয়েছিল। কিন্তু শুক্রবার সিঙ্গেল বেঞ্চের রায় খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ। ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবে না আইএসএফ। তার বদলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করার অনুমতি দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে জানায়, রাস্তা আটকে সভা করা যাবে না। কোন ইন্ডোর স্টেডিয়ামে সভা করা যাবে। রাজ্যের সঙ্গে আলোচনা করে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সভা করতে পারে। পরে রাজ্য আদালতকে জানায়, নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে সভার অনুমতি দিতে কোন অসুবিধা নেই। এতে প্রধান বিচারপতি সভাস্থলের প্রশংসাও করেন। এদিন শুনানির সময় প্রধান বিচারপতির বেঞ্চ মন্তব্য করে , গত বছর আপনাদের সভায় অশান্তি হয়েছিল, এই ঘটনায় আপনার মক্কেল জামিনে রয়েছেন। ওই নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাই এ বছর সভায় কোন বিশৃঙ্খলা হবে না, তা কোর্ট বিশ্বাস করে না।