বিলকিস বানো মামলার ১১জন দোষী গুজরাটের পঞ্চমহল জেলার গোধরা সাব জেলে সুপ্রিম কোর্টের নির্ধারিত সময়সীমা মেনে আত্মসমর্পণ করেছে। লোকাল ক্রাইম বেঞ্চের ইন্সপেক্টর এনএল দেশাই জানিয়েছেন, রবিবার গভীর রাতে ১১ জন আসামি জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছে। তাদের আত্মসমর্পণের জন্য নির্ধারিত সময়সীমা ছিল ২১শে জানুয়ারি। তারা মধ্যরাতের আগেই কারাগারে পৌঁছেছিল। ৮ই জানুয়ারি শীর্ষ আদালত বিলকিস বানো মামলায় ১১ জন দোষীকে গুজরাট সরকার কর্তৃক প্রদত্ত মওকুফ বাতিল করে।আসামিদের দুই সপ্তাহের মধ্যে কারাগারে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিল। শুক্রবার শীর্ষ আদালত আত্মসমর্পণের জন্য আরও সময় দেওয়ার জন্য দোষীদের আবেদন প্রত্যাখ্যান করেছে এবং তাদের রবিবারের মধ্যে আত্মসমর্পণ করতে বলে।