জেলে থাকলেও অনুব্রত মণ্ডলের উপরেই আস্থা রাখছে তৃণমূল কংগ্রেস। আজ
বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, কেষ্ট যে ভাবে বীরভূম জেলার সংগঠন পরিচালনা করতেন, সে ভাবেই সবটা চালাতে হবে। জেলা নেতাদের উদ্দেশে দিদির বার্তা, কেষ্ট নেই এক দিন বেরিয়ে আসবে। তত দিন ওর মতো করেই সংগঠন পরিচালনা করতে হবে। জেলা নেতাদের মমতা এ-ও খোলাখুলি বলে দিয়েছেন, অনুব্রত-ঘনিষ্ঠদের কোনও ভাবেই বাদ দিয়ে চলা না।