কেন্দ্রীয় সরকার প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীকে সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘ভারতরত্ন’ দিয়ে সম্মানিত করার ঘোষণা করেছে। সামাজিক মাধ্যমে পোস্ট মারফৎ এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।৷ শিল্প, সাহিত্য, বিজ্ঞান, সমাজসেবা এবং ক্রীড়া ক্ষেত্রে দেশের জন্য অসাধারণ অবদান রাখা ব্যক্তিদের ‘ভারতরত্ন’ দেওয়া হয়। আদবাণীকে সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘ভারতরত্ন’ দেওয়ায় খুশি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক মাধ্যম ‘এক্স’-এ জানিয়েছেন, ‘এলকে আদবানীকে ভারতরত্ন সম্মান দেওয়া হবে।’ তিনি বলেন, “আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে লালকৃষ্ণ আদবাণীকে ভারতরত্ন দিয়ে সম্মানিত করা হবে। আমি তার সাথেও কথা বলেছি এবং তাকে এই সম্মান দেওয়ায় অভিনন্দন জানিয়েছি”।
লালকৃষ্ণ আদবাণী লোকসভা থেকে ৫ বার এবং রাজ্যসভা থেকে ৪ বার সাংসদ হয়েছেন। লালকৃষ্ণ আদবানি তিনবার ভারতীয় জনতা পার্টির সভাপতিও হয়েছেন। তিনি ২০০২ থেকে ২০০৪ পর্যন্ত দেশের উপ-প্রধানমন্ত্রীও ছিলেন।