সমাজের দৃষ্টি শক্তি হারানো গরিব মানুষের চোখে আলো ফিরিয়ে দিতে শিলচরে প্রথমবারের মতো আলোক যাত্রার সূচনা করল সংগঠন জেয়িস। রবিবার শিলচরের আসাম বিশ্ববিদ্যালয় মুক্ত মঞ্চে সক্ষমের সহায়তায় বিনামূল্যে এক চক্ষু পরীক্ষা শিবিরের মাধ্যমে রোগীদের চিকিৎসা করার পাশাপাশি প্রয়োজন সাপেক্ষে বিনামূল্যে চশমাও তুলে দেন সংগঠন জেয়িসের প্রতিনিধিরা। শিবিরকে দেখতে সুদুর জার্মানি থেকে দুজন প্রতিনিধি উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন আয়োজকরা। উল্লেখ্য ২০১৫ সালে জেয়িস সংস্থাটি আলোক যাত্রার সূচনা করেছিল।এই যাত্রার মাধ্যমে দেশের বিভিন্ন রাজ্যে চক্ষু পরীক্ষা শিবিরের মাধ্যমে দেশের ১৫ লক্ষ রোগীকে চিকিৎসা করার পাশাপাশি ২লক্ষ ৫০ হাজার চশমা বিনামূল্যে তুলে দিয়েছেন তাঁরা। মানুষের দৃষ্টি শক্তি ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে সংস্থা জেয়িস উত্তর পূর্বাঞ্চলের চারটি রাজ্যে শিবির আয়োজিত করার পরিকল্পনা হাতে নিয়েছে।যারমধ্যে মেঘালয় থেকে শুরু হওয়া এই যাত্রা মিজোরামে পৌঁছে সমাপ্তি হবে বলে জানিয়েছেন তাঁরা।