সরকার গড়ার সুযোগ পেলে সারা দেশে হবে জাতভিত্তিক জনগণনা। সুপ্রিম কোর্ট সংরক্ষণের ৫০ শতাংশ সীমা বেঁধে দিয়েছে। আইন করে হটানো হবে সংরক্ষণের এই বাধা, সামাজিক ন্যায়ের স্বার্থেই বঞ্চিত অংশের জন্য সুযোগের দরজা খোলা হবে।
সোমবার রাঁচির শহীদ ময়দানে সমাবেশে ভাষণে এই লক্ষ্য জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আপাতত ঝাড়খণ্ডে রয়েছে কংগ্রেসের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। যাত্রাপথের সভা থেকে এমনটা বলেছেন রাহুল।
রাহুল গান্ধী বলেন, ‘‘প্রধানমন্ত্রী নিজেকে অন্য অনগ্রসর অংশ (ওবিসি) বলে দাবি করতেন ভোটের দিকে তাকিয়ে। কিন্তু যখন ওবিসি’দের প্রকৃত সংখ্যা জানার দাবিতে আমরা জাতভিত্তিক জনগণনার ডাক দিলাম, তখন তিনি বলতে শুরু করলেন-দেশে কেবলমাত্র ২টি জাতি। ধনী এবং গরীব।’’