উচ্চ মাধ্যমিক পরীক্ষা পদ্ধতি ও সিলেবাসে আসছে আমূল পরিবর্তন। দীর্ঘ ১১ বছর পর পরিবর্তন আসছে সিলেবাসেও। একাদশ ও দ্বাদশ শ্রেনীর পরীক্ষা হবে সেমিস্টার সিস্টেমে। খোদ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শিক্ষাবর্ষ থেকেই নতুন পাঠক্রম চালু হওয়ার সম্ভাবনা আছে। বিধানসভার অধিবেশন শেষ হবার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিকাশ ভবন। এদিন শিক্ষামন্ত্রী একটি নতুন পোর্টালের উদ্বোধন করেন। এতেই চলতি বছর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর আপলোড করতে হবে প্রধান পরীক্ষকদের।