এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। আজ ভৌত বিজ্ঞান পরীক্ষার মাধ্যমে শেষ হল এবারের মাধ্যমিক পরীক্ষা। মোটের উপরে শান্তিপূর্ণভাবেই ২০২৪ এর মাধ্যমিক পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। শেষ দিন পরীক্ষা শেষে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের বাইরে আনন্দে মেতে ওঠেন ছাত্র-ছাত্রীরা। কিছু ছাত্রী আবার জীবনের প্রথম বড় পরীক্ষার শেষ দিনের কিছু ছবি মুঠো ফোনে বন্দি করে রাখল।