সন্দেশখালি ঘটনা সম্পর্কে আইএসএফ চেয়ারম্যান নওসাদ সিদ্দিকীর বিবৃতি নীচে তুলে ধরা হল-
রাজ্যে ক্রমশ গণতন্ত্রের পরিসর সঙ্কুচিত হচ্ছে। উত্তর ২৪ পরগণার সন্দেশখালি সহ আরো কিছু এলাকায় মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে।
এই এলাকার সর্বত্রই জমি লুট, তৃণমূল কংগ্রেসের গুন্ডাবাহিনীর অত্যাচার, মহিলাদের নির্যাতন, কিছুই বাদ নেই। স্বাভাবিকভাবেই ক্ষোভ সন্দেশখালি গ্রাম পঞ্চায়েত এলাকায় সীমাবদ্ধ নেই। ছড়িয়ে পড়তে শুরু করেছে অন্যান্য দ্বীপাঞ্চলগুলিতে। আশ্চর্যজনকভাবে যারা আন্দোলন করছেন তারাই আজ আক্রান্ত। পুলিশ দমনপীড়ন শুরু করে দিয়েছে। প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ সর্দারকে আজ বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করা হয়েছে। এফ আইআর করা হয়েছে বিরোধীদলের আরো একশোরও বেশি নেতা কর্মীর বিরুদ্ধে। আন্দোলনকে দমিয়ে দিতে, আন্দোলনের মোড় ঘুরিয়ে দিতে পুলিশ যথারীতি দলদাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আমি পুলিশের এই দমনপীড়নের তীব্র বিরোধিতা করছি। প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ সর্দার সহ অন্যান্য বিরোধীদলের নেতা কর্মীদের এবং স্থানীয় জনগণকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি করছি। অন্যদিকে, যারা ঐ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে তাদের গ্রেপ্তারের
দাবি করছি। যদি রাজ্য সরকার শান্তি প্রতিষ্ঠা করতে চান, তাহলে পুলিশ প্রশাসনকে আবেদন করছি, নিরপেক্ষভাবে কাজ করুন। কোন রাজনৈতিকদলের মদতপুষ্ট হয়ে কাজ করবেন না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় শেষ বিচার করবে জনগণ।