জেসিপি দিয়ে মাটি তোলার সময় সেই মাটিতেই পড়ে মৃত্যু হল চার শিশুর। মৃত শিশুদের বয়স ১১ থেকে ১৩ বছর। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার দাসপাড়া সীমান্তবর্তী এলাকায়। এক ব্যক্তির বাড়ির কাজের জন্য জেসিপি দিয়ে মাটি তুলে ট্রাক ভর্তি করে নিয়ে আসা যাওয়া হচ্ছিল। সেখানেই ছিলো একটা বড় গর্ত। সেই গর্তের মাটি কোনওভাবে ওই শিশুদের ওপর পড়ে যায়। দ্রুত চার শিশুকে উদ্ধার করে স্থানীয় দলুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। উদ্ধারের কাজে হাত লাগিয়েছে বিএসএফ জোয়ানরা। গোটা এলাকা জুড়ে ব্যপক চাঞ্চল্য দেখা দিয়েছে। সূত্র: গণশক্তি