ফের অন্দোলন! এর আগে টানা ১৩ মাস দিল্লি সীমান্তে কৃষকদের অবস্থান দেখেছে গোটা দেশ। তাদের দাবি ছিল ফসলে ন্যায্য দাম। মঙ্গলবার ফের সেই দাবিকে সামনে রেখে গোটা দেশে আন্দোলনে নেমেছেন কৃষকরা। রাজ্যে রাজ্যে, জেলায় জেলায় চলছে আইন অমান্য। পাঞ্জাব হরিয়ানায় পুলিশের সাথে সরাসরি সংঘাতে নেমেছন কৃষকরা।
কৃষকদের পক্ষ থেকে দিল্লি অভিযানের ডাক দেওয়া হয়েছে। তার জন্য কাল থেকে গোটা দিল্লি জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু মোদী সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে অনড় কৃষকরা। শয় শয় ট্র্যাক্টর দিল্লি সীমান্তের সামনে জড়ো হয়েছে ইতিমধ্যে। তাদের সঙ্গে আছে অন্ত ছয় মাসের খাদ্য সামগ্রী।
পাঞ্জাবের এক কৃষক সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন যে, ‘‘আমরা ছব মাসের খাদ্য সামগ্রী সহ প্রয়োজনীয় জিনিস পত্র নিয়েই গ্রাম ছেড়েছি। আন্দোলন ছেড়ে চলে যাওয়ার কোন প্রশ্ন নেই।’’ তাদের অভিযোগ বিভিন্ন জায়গায় তাদের ডিজেল দেওয়া হচ্ছে না যাতে তারা ট্র্যাক্টর নিয়ে দিল্লি পর্যন্ত যেতে না পারেন।