অবশেষে সরফরাজের টেস্ট অভিষেক, মাঠেই কাঁদলেন বাবা

রাজকোটে ভারত ও ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় টেস্ট ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় দলে চারটি পরিবর্তন রয়েছে। শ্রেয়াস ও রাহুলের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন সরফরাজ খান ও ধ্রুব জুরেল। ফিরেছেন জাদেজা ও সিরাজও। টসের আগে যখন সরফরাজ খান এবং ধ্রুব জুরেল অভিষেক ক্যাপ পেয়েছিলেন সেই মুহূর্তটি খুব বিশেষ ছিল। অবশেষে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরম্যান্স করা সরফরাজের দীর্ঘ অপেক্ষার অবসান হলো। অনিল কুম্বলে অভিষেক ক্যাপ দেন সরফরাজকে। মাঠে সরফরাজ ও তার বাবা আবেগাপ্লুত হয়ে পড়েন। এই বিশেষ মুহূর্তের পর বাবাকে জড়িয়ে ধরে মাঠেই কেঁদে ফেলেন সরফরাজ। ছেলেকে ভারতের হয়ে ডেবিউ করতে দেখে বাবা নওশাদ খান আবেগ আটকাতে পারেননি এবং মাঠেই তার চোখ ভিজে ওঠে। অভিষেক ক্যাপ নেওয়ার পর সরফরাজ বাবার কাছে গিয়ে দোয়া নেন। এ সময় সরফরাজের বাবা তার ছেলের টেস্ট অভিষেক ক্যাপে চুমু খেয়ে ছেলেকে জড়িয়ে ধরেন। এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে মাঠে উপস্থিত ছিলেন সরফরাজের মা। সরফরাজ পরে তার বাবা-মায়ের সাথে ছবিটি ক্লিক করেন এবং তার দলের সাথে ফিরে আসেন।সরফরাজের বাবাও ছিলেন একজন ক্রিকেটার। ক্রিকেট খেলতে ইউপির আজমগড় থেকে মুম্বাই পৌঁছেছিলেন তিনি। তবে দেশের হয়ে খেলার স্বপ্ন পূরণ হয়নি তার। এমন পরিস্থিতিতে ছেলেদের ক্রিকেটার বানানোর স্বপ্ন দেখেন তিনি। সরফরাজের ভাই মঈন খান এবং মুশির খানও ক্রিকেটার। মুশির খান দক্ষিণ আফ্রিকায় সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার হয়ে খেলেছিলেন।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও