সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি বলেছেন, ‘‘সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা খুশি। সিপিআই(এম)’র যুক্তি যে সঠিক তা প্রমাণিত হয়েছে আদালতে।’’
সিপিআই(এম)’র পক্ষে এই মামলায় আইনজীবী ছিলেন শাদান ফরাসত। তাঁকে অভিনন্দন জানিয়েছেন ইয়েচুরি। সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও।
সেলিম বলেছেন, ‘‘আর নতুন করে নির্বাচনী বন্ড না ছাড়ার নির্দেশ অত্যন্ত ভালো। কিন্তু এর পরের পদক্ষেপও জরুরি। তা হলো বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী বন্ডের মাধ্যমে যে অর্থ জোগাড় করেছে তাকে বাজেয়াপ্ত করতে হবে। অসাংবিধানিক এই বন্ডের টাকা বাজেয়াপ্ত করে রাষ্ট্রকে তা ব্যবহার করতে হবে নির্বাচনী খরচ জোগাতে।