শনিবার দিল্লি বিধানসভায় আস্থা ভোটের প্রস্তাব আনা হয় আপের পক্ষ থেকে। সরকারের পক্ষে ভোট পড়ে ৫৪। বিপক্ষে ১। সাতজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। ৭০ আসনের দিল্লি বিধানসভায় ৬২টি আসন আপের দখলে। ৮টি বিজেপির। এদিন আস্থা ভোটে জয়ী হওয়ার পর কেজরিওয়াল বলেন, তাদের দুই বিধায়ক জেলে এবং কয়েকজন বিধায়ক অসুস্থতার কারণে আস্থা ভোটে অংশ নিতে পারেনি। দলের যেই যেই বিধায়ক বিধানসভায় ছিলেন তারা সবাই সরকারের পক্ষেই ভোট দিয়েছেন।
আপের অভিযোগ বিজেপি টাকার লোভ দেখিয়ে বিধায়ক ভাঙিয়ে সরকার ফেলতে চাইছে। এদিন আস্থা প্রস্তাব পেশ করতে গিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, ‘‘দুজন বিধায়ক আমার কাছে এসে জানান যে বিজেপির পক্ষ থেকে তাদের ২৫ কোটি টাকার প্রস্তাব দেওয়া হচ্ছে বিজেপিতে যাওয়ার জন্য। এছাড়া তাদের আরও বলা হয় যে কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হবে এবং সরকার ফেলে দেওয়া হবে।’’