১৮-২০টি হাতির তাণ্ডব

 

ঝাড়গ্রামে চাষের জমিতে ঢুকে পড়ল হাতির দল। ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম জেলার ধোবাধোবিন মৌজা এলাকায় বাচ্চা হাতি সহ ১৮-২০টি হাতির একটি দল ঢুকে পড়েছে বলে খবর। ঘটনায় রাজ্য সরকার ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কৃষকরা। কৃষকদের অভিযোগ এক রাতেই ৩৫-৪০ বিঘা জমির সবজি নষ্ট করে দিয়েছে হাতির পাল।
ভূষণ মাহাত নামে এক কৃষক মিডিয়াকে বলেন,‘‘ হাতির তান্ডবে তাঁর ছয় থেকে সাড়ে ছয় লক্ষ টাকার শশা ও করলা চাষ নষ্ট হয়ে গেছে। আট বিঘা জমি তিনি চাষ করেছিলেন। দুই হাড়াই বিঘা রক্ষা পেয়েছে। তিনি বলেন, ৩৫ দিনে ফলন হয় তেমন করলা বীজের দাম ৩৩০০ টাকায় একশ গ্রাম, এবং শশা বীজের দাম ৪২০০টাকা। বিঘাপ্রতি সাড়ে সাতশ গ্রাম বীজ লাগে। সেই সঙ্গে কীটনাশক, দানা ঔষুধ, জৈব সারের খরচ’’।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও