এবার সন্দেশখালি নিয়ে তৎপর হল জাতীয় মানবাধিকার কমিশন। খুব শীঘ্রই কমিশনের এক প্রতিনিধি দল সেখানে যাবে। পাশাপাশি সন্দেশখালি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কমিশন। রাজ্যের মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিক এবং ডিজি রাজীব কুমারকে নোটিস দিয়ে চার সপ্তাহের মধ্যে জবাব চেয়েছে। দুইজনের কাছেই সন্দেশখালি নিয়ে কি কি পদক্ষেপ নিয়েছে এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে কি ভূমিকা পালন করেছে, কমিশন জানতে চেয়েছে।