বৃহস্পতিবার জম্মু এবং কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের দিল্লি বাসভবনে হানা দিল সিবিআই। কিরু জল বিদ্যুৎ প্রকল্পের দুর্নীতির মামলায় মালিকের বাড়ি তল্লাসি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা। এর আগে দিল্লি এবং জম্মুর আটটি জায়গায় এই বিষয় তল্লাসি চালিয়েছে তারা।
এদিন মালিক নিজেই টুইট করে তার বাড়িতে সিবিআই তল্লাসির বিষয়টি জানিয়েছেন। মালিক লিখেছেন, ‘‘বিগত তিন চার দিন ধরে আমি হাসপাতালে ভর্তি রয়েছি। এই সময় আমার বাড়িতে তল্লাসি চালানো হচ্ছে। কর্মীদের হ্যানস্তা করা হচ্ছে। আমি কৃষক পরিবারের সন্তান সিবিআইয়ের এই তল্লাসি আমায় কোন ভাবে ভয় ভীত করতে পারবে না। আমি কৃষকদের পাশে আছি।’’