বৃহস্পতিবার গভীর রাতে বাংলাদেশের রাজধানী ঢাকায় আগুনের ভয়াবহতা দেখা গেছে। একটি সাততলা শপিং মলে অগ্নিকাণ্ডে ৪৩ জনের মৃত্যু হয়েছে। এসময় অনেক মানুষ দগ্ধ হয়। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আগুনে দগ্ধ ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার কেন্দ্রস্থলে আগুন লাগে। দমকল কর্মীরা জীবিতদের নিরাপদে বের করেন। এই দুর্ঘটনায় ৪৩ জনের মৃত্যু হয়েছে। ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুসারে, রাত ৯টা ৪৫ মিনিটে প্রথম তলায় ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁয় আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত অন্যান্য স্তরে ছড়িয়ে পড়ে যেখানে গ্রাহকরা খাবার খাচ্ছিলেন।
তথ্য দিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন, দমকলকর্মীরা শপিংমলের ভেতর থেকে মৃতদেহগুলোকে বের করে এনেছে। সেন বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নারী ও শিশুসহ ৩৩ জনকে মৃত ঘোষণা করা হয়। ১০ জনকে ‘শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি’ নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পুলিশের মহাপরিদর্শক পরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আরও একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, মোট ৪৪ জনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বেইলি রোড এলাকার শপিং মলে। সেখানে অনেক রেস্তোরাঁ রয়েছে।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শপিং মলের প্রথম তলার একটি বিখ্যাত রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো শপিংমলকে গ্রাস করে। অনেক রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের কারণে ভবনের ভেতরে আটকা পড়েছেন বহু মানুষ। শপিং মলে আগুন লাগার কারণ অনুসন্ধানে একটি দল গঠন করেছে দমকল বিভাগ। বার্তা সংস্থা এপি জানায়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার এম.ডি. মাইনুদ্দিন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার ব্রিগেডের বেশ কয়েকটি দল মোতায়েন করা হয়েছে। কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দমকলকর্মীরা জানিয়েছেন, শপিংমলের ভেতর থেকে অন্তত ৭৫ জনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ৪২ জন অচেতন।