আই এস এফের প্রেস বার্তা

“পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস হারলেই বিজেপি আটকে যাবে। এর কারণ ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস তৈরির পেছনে ছিল বিজেপি’র জন্য উর্বর জমি তৈরির পরিকল্পনা। আজ দক্ষিণ ২৪ পরগণার কুলপির রামনগর গাজীপুরে রক্তদান শিবির উপলক্ষে এক সমাবেশে এই মন্তব্য করেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান ও বিধায়ক নওসাদ সিদ্দিকী। তিনি বলেন, আপদমস্তক দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে যত হারানো যাবে, রাজ্যের উন্নয়নের গতি আরো বেড়ে যাবে। একইসাথে কেন্দ্রের বিজেপি সরকারের কড়া সমালোচনা করে তিনি বলেন, অবিরাম মিথ্যাচার, ধোঁকাবাজি ও মানুষের মধ্যে ধর্মীয় বিভেদ তৈরি করে দশ বছর ধরে বিজেপি সরকার চালাচ্ছে। এরা নির্বাচন এলেই সিএএ’র ভয় দেখায়। তিনি এই প্রসঙ্গে বলেন, সিএএ নিয়ে সংসদের ভেতর আলোচনায় তৃণমূল কংগ্রেস অংশ নেয়না। তারা নীরব থাকে। এই দলের সাংসদদের তাই সংসদে পাঠানোর প্রয়োজন নেই। এমন সাংসদকে পাঠাতে হবে যাঁরা মানুষের অধিকারের কথা সোচ্চারে বলবেন। তিনি বলেন, ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ে, আদিবাসী-দলিত-মুসলিম-নিম্নবর্গীয় মানুষ থেকে শুরু করে যাঁরাই নাগরিক অধিকার থেকে বঞ্চিত তাদের পাশে আইএসএফ থাকবে।সমাজ পরিবর্তনের লড়াইয়ে অবিরাম সংগ্রাম করে যাবে আইএসএফ। আজকের অনুষ্ঠানে দলের চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাপতি আবদুল মালেক মোল্লা, প্রশান্ত নায়েক, অ্যাডভোকেট শাহাদাত শাহ সহ জেলা ও ব্লক নেতৃত্ব এবং দুটি অঞ্চলের বিজয়ী সদস্যরা।
আজকের এই রক্তদান শিবিরে ২৬৬ জন রক্তদান করেন।”

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও