অবশেষে সব জল্পনার অবসান হল। বিজেপিতেই যোগ দিচ্ছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এক সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, বিজেপির মতো দলই একমাত্র তৃণমূলের দুর্ণীতির বিরুদ্ধে লড়াই করছে। তাই তিনি বিজেপিতেই যোগ দেবেন। ৭ই মার্চ তিনি বিজেপিতে যোগ দিবেন। তাঁর সপ্তাহখানেক থেকেই বিজেপির সঙ্গে কথা হয়েছে, দুই পক্ষের সহমতেই সিদ্ধান্ত হয়েছে। লোকসভা ভোটে বিজেপির হয়ে কোন আসন থেকে লড়ছেন জিজ্ঞাসা করা হলে প্রাক্তন বিচারক জানিয়েছেন, দলের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবে তিনি কোথায় প্রার্থী হবেন। এদিকে তিনি জানিয়েছেন, ধর্মে-ঈশ্বরে বিশ্বাসী বলে তিনি সিপিএমে যাবেন না এবং সেখানে তাদের সাথে মিলবে নাঅন্যদিকে কংগ্রেস হল পারিবারিক দল। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূলকে নিশানা করে বলেছেন, তৃণমূল দলটা ভেঙে পড়েছে। চব্বিশের লোকসভা ভোটে তৃণমূলের সেই অবস্থা হবে, যা ২০০৯ সালে সিপিএমের হয়েছিল। তৃণমূল দলটা ২০২৬ সাল পর্যন্ত থাকবে না বলেও জোর দিয়েছেন। শুভেন্দু অধিকারীকে নারদ কাণ্ডে টাকা নেওয়া প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে অভিজিৎ জানিয়েছেন শুভেন্দু চক্রান্তের শিকার হয়েছে। নারদাকাণ্ড প্রসঙ্গে বলেন, ওটা একটা চক্রান্ত ছিল। কোনও স্টিং অপারেশনই নই। এতে লোককে ব্যবহার করা হয়েছিল।