৮ মার্চ আন্তর্জাতিক নারীদিবস। ঠিক একদিন আগে নারীদিবস উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতায় মিছিল তৃণমূলের। মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ববন্দ্যোপাধ্যায়ও। বিজেপির রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুট মণি অধিকারীকে তার পাশে হাঁটতে দেখা গেছে। এদিনের মিছিলের স্লোগান ছিল, ‘নারীদের অধিকার, আমাদের অঙ্গীকার’। সন্দেশখালির ঘটনা নিয়ে বুধবার বারাসতের সভা থেকে তৃণমূলকে নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। এহেন আবহের মধ্যে এই মিছিল তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কলকাতার কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল আয়োজিত হয়। মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সভাও করেন তৃণমূল সুপ্রিমো। সভা থেকে বিজেপিকে নিশানা করেন তিনি।বহু জায়গায় বিজেপির হাতে মহিলাদের নির্যাতিত হতে দেখা যায়। কিন্তু সেখানে ভয়ে কিছু বলতে পারেনা। কিন্তু বাংলার নারীরা কিছু হলে কথা বলতে জানে, তেড়েফুঁড়ে উঠে। আর আমি সেটাও পছন্দ করি। সমাবেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “গতকাল, বিজেপি নেতারা বলেছেন বাংলায় নারীরা নির্যাতিত। আমি চ্যালেঞ্জ করতে পারি যে বাংলায় নারীরা সবচেয়ে নিরাপদ।” মমতা বিজেপিকে আক্রমন করে বলেন, বাংলার সব মিলিয়ে ৪৫৪টি কেন্দ্রীয় দল এসেছে। কিন্তু মণিপুরে যখন নগ্ন করে ঘোরানো হয়েছিল মহিলাদের তখন বিজেপি কোথায় ছিল? হাথরসে যখন ধর্ষণের পর জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তখন কোথায় ছিলেন? বিলকিস বানোকে ভুলে গেছেন? তিনি আরও বলেন, “আপানাদের যত সব রাগ বাংলার উপরে?’’ নিজের দিকে আগে তাকিয়ে দেখুন আপনার রাজ্যগুলি কী করছে?”
সদ্য বিচারপতি থেকে ইস্তফা দিয়ে বিজপিতে যোগ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির বিজেপিতে যোগ দেওয়ার বিষয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন মমতা। তিনি বলেন, “একজন বিজেপি বাবু বেঞ্চে বসেছিলেন এবং তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। আপনি কীভাবে তাদের কাছ থেকে ন্যায়বিচার আশা করতে পারেন?” উল্লেখ্য, প্রতি বছর মমতা বন্দ্যোপাধ্যায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলাদের একটি পদযাত্রার নেতৃত্ব দেন। তবে এবার র্যালি হচ্ছে ৭ মার্চ। জানা গেছে, তারিখ পরিবর্তনের কারণ শিব রাত্রি উপলক্ষে।