লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরেই সক্রিয় নির্বাচন কমিশন। কমিশন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে অপসারণের নির্দেশ দিয়েছিল। রাজীব কুমারকে অপসারণ করার পর, নির্বাচন কমিশন বিবেক সহায়কে ডিজি হিসেবে নিয়োগ করেছিল। কিন্তু ২৪ ঘণ্টা না কাটতেই ফের নির্বাচন কমিশন ডিজি বদলি করেছে। মঙ্গলবার আইপিএস সঞ্জয় মুখোপাধ্যায়কে রাজ্যের নতুন ডিজি হিসেবে নিয়োগ দিয়েছে কমিশন। ২৪ ঘণ্টার মধ্যে এটি নির্বাচন কমিশনের দ্বিতীয় বদলি।