আসন্ন লোকসভা নির্বাচনে বামফ্রন্টের দ্বিতীয় তালিকা প্রকাশ করেছে। বামেরা মোট ৪জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। বামফ্রন্ট রাজ্যে সবমিলিয়ে ২১টি লোকসভা আসনের জন্য তাদের প্রার্থী ঘোষণা করলো। শনিবার আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক বৈঠক করে প্রার্থী তালিকা প্রকাশ করেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। এবারের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ আসনে প্রার্থী সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
প্রার্থীদের দ্বিতীয় তালিকা:
মুর্শিদাবাদ: মহম্মদ সেলিম (সিপিআইএম)
রানাঘাট: অলকেশ দাস (সিপিআইএম)
বর্ধমান-দুর্গাপুর: ডক্টর সুকৃতি ঘোষাল (সিপিআইএম)
বোলপুর: শ্যামলী প্রধান (সিপিআইএম)