শেখ শাহজানের বাড়িতে তল্লাশির সময় সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনা ঘটে। এবার সেই স্মৃতি উস্কে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এনআইএ আধিকারিকদের উপর হামলার ঘটনা সামনে এসেছে। এনআইএ কনভয়ের অন্তর্ভুক্ত গাড়িটি ঘিরে ফেলে হামলা চালানো হয়। এ হামলায় একটি গাড়ির কাঁচ ভেঙে যায়। আসলে, ২০২২ সালের ডিসেম্বরে ভগবানপুর ২ ব্লকের ভূপতিনগর থানা এলাকায় নাড়ুয়াবিড়লা গ্রামে ভয়াবহ বোমা বিস্ফোরণ হয়। এতে ৩ জনের মৃত্যু হয়। বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজনকে নোটিশ দিয়েছিল তদন্তকারী সংস্থা। কিন্তু হাজিরা না দেওয়াই শনিবার তদন্তের জন্য সেখানে পৌঁছেছিল এনআইএ টিম। তদন্তকারী সংস্থা দুজনকে গ্রেপ্তার করে। তৃণমূলের অঞ্চল সভাপতি বলাই মাইতি এবং বুথ সভাপতি মনোব্রত জানাকে গ্রেপ্তার করা হয়। ধৃত দুজনকে নিয়ে যাওয়ার সময় এনআইএর গাড়িতে হামলা হয়। ঘটনায় দুইজন এনআই অফিসার আহতও হন।