লোকসভা নির্বাচনে বাংলার তিন আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। এখনও পর্যন্ত মোট ১৩ আসনে কংগ্রেস তাদের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল প্রার্থীদের নাম জানিয়েছেন। কংগ্রেসের পক্ষ থেকে বনগাঁ কেন্দ্রে প্রার্থী হয়েছেন প্রদীপ বিশ্বাস, উলুবেড়িয়া কেন্দ্রে প্রার্থী আজহার মল্লিক এবং ঘাটালে প্রার্থী পাপিয়া চক্রবর্তী। অন্যদিকে লোকসভা নির্বাচনের পাশাপাশি
দুটি বিধানসভা আসনে উপনির্বাচন হচ্ছে। বামেদের সাথে জোট করে মুর্শিদাবাদের ভগবানগোলাতে প্রার্থী দিয়েছে কংগ্রেস। প্রার্থী করা হয়েছে অঞ্জু বেগমকে। বরাহনগর আসনটিতে কোন প্রার্থী ঘোষণা করা হয়নি। বামেরা সেখানে প্রার্থী দিতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে ঘাটাল, কোচবিহার ও পুরুলিয়া আসনে বামফ্রন্ট প্রার্থী দিলেও, একই আসনে কংগ্রেসও প্রার্থী দিয়েছে। এতে বাম-কংগ্রেসের মধ্যে টানাপোড়েন বাড়ছে।