ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। দেশটিতে সোমবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে আগামী বুধবারই দেশটিতে ঈদুল ফিতর পালিত হবে। সৌদি আরব কর্তৃপক্ষ ঘোষণা দিয়ে জানিয়েছে, মঙ্গলবার শেষ রোজা হবে। তার পরদিন শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর আয়োজিত হবে।