মুর্শিদাবাদের জিয়াগঞ্জের এক মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। পণের দাবি পূরন না করাই এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃতার নাম রুকসানা খাতুন। ২১ বছর বয়সী রুকসানার বাড়ি জিয়াগঞ্জের আমিনাবাজার অঞ্চলে। তাঁর এক কন্যা সন্তানও রয়েছে। শ্বশুরবাড়ির ল্যক মোটরবাইকের দাবি পূরন না করাই স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে।অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃতার স্বামী কয়েক বছর ধরেই সৌদিতে থাকতেন। মাসখানেক আগে ওই যুবক বাড়ি ফেরে। শ্বশুরবাড়িতে রুকসনা যাওয়ার পরেই ঘটনাটি সামনে এসেছে। রুকসনার দাদা জানিয়েছে, বিয়েতে অনেক যৌতুক দেওয়ার পরেও টাকা ও বিভিন্ন জিনিসের চাপ দিত। এদিকে মায়ের অভিযোগ, ‘‘সৌদি থেকে ফিরেই মেয়ের স্বামী মোটরসাইকেল দেওয়ার দাবি জানাই। আমরা ঈদের পরেই নতুন মোটরবাইক কিনে দেব বলেছিলাম। তারই মাঝে রবিবার আমরা রুকসানার অসুস্থ অবস্থার কথা জানিতে পারি। হাসপাতালে গিয়ে আমরা দেখি মেয়ে আর বেঁচে নেই’।” মৃতার মায়ের অভিযোগ,”জামাই এবং তাঁর পরিবারের লোকজন মেয়েকে বিষ খাইয়ে খুন করেছে।” মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করছে জিয়াগঞ্জ থানার পুলিশ।