রাজ্যে কবে ঈদ অনুষ্ঠিত হবে? অবশেষে সেই খুশির খবর জানা গিয়েছে। মঙ্গলবার আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই পশ্চিমবঙ্গে আগামী ১১ এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপিত হবে। মঙ্গলবার মসজিদে নাখোদা মারকাজি রুয়াতে হিলাল কমিটি এই সিদ্ধান্ত জানিয়েছে। কমিটির আহ্বায়ক নাসের ইব্রাহিম জানিয়েছেন, ১৪৪৫ হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপতি হবে।