বৃহস্পতিবার খুশির ঈদ। পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, “ঈদ-উল-ফিতর উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রার্থনা করি, খুশির ঈদ সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।” এদিকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘এক্স’ হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, “ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা। এই উপলক্ষে সহানুভূতি, ঐক্য এবং শান্তির চেতনা আরও ছড়িয়ে পড়ুক। সবাই সুখী ও সুস্থ থাকুক। ঈদ মোবারক!”