আজ বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর। মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এক মাস সিয়াম সাধনার পর আজ ঈদের আনন্দে মেতে উঠেছে ধর্মপ্রাণ মুসলিমরা। এদিন কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হলো পবিত্র ঈদুল ফিতরের নামাজ। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে শরিক হয়ে মঞ্চ থেকে বিজেপিকে নিশানা করেন। মমতা বলেন, সিএএ, এনআরসি ও ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না। তিনি বলেন, “আমি জানি অনেকের মধ্যে প্রশ্ন আছে সিএএ-এনআরসি হবে কিনা, আবার ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসছে। আমরা মানবো না, গায়ের জোরে মানব না।” মুখ্যমন্ত্রী তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “মাছের মাথাটা হল সিএএ, লেজ হল এনআরসি, আর মাঝখানের পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। মনে রাখবেন ভোটের সময় বাংলাতে আমাদের সাথে লড়াই বিজেপির। দিল্লিতে ভোটের পরে ইন্ডিয়া জোট কী করবে আমরা দেখে নেব। কিন্তু বাংলায় তৃনমূল কংগ্রেস ছাড়া একটি ভোটও অন্য কোন দলে দেবেন না।” তিনি আশ্বস্ত করে বলেন, আপনারা শান্তিতে থাকুন। আমরা থাকতে কেউ আপনাদের উপর অত্যাচার করতে পারবে না।