বাবা রামদেব ও আচার্য বালকৃষ্ণের ঝামেলা কমছে না। মঙ্গলবার সুপ্রিম কোর্টে পতঞ্জলি বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলার আবার শুনানি হয়েছে। পতঞ্জলি বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলায় অনুষ্ঠিত শুনানিতে বাবা রামদেব এবং আচার্য বালকৃষ্ণ আরও একবার ক্ষমা পাননি। বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি আমানুল্লাহর বেঞ্চ শুনানির সময় বলেন, আপনার অনেক মর্যাদা আছে, আপনি অনেক কিছু করেছেন। কিন্তু আপনি আদালতের বিরুদ্ধে যা করেছেন, তা কি ঠিক? এই বিষয়ে বাবা রামদেব বলেছেন যে বিচারক সাহেব, আমাদের শুধু বলতে হবে যে আমরা যে ভুল করেছি তার জন্য আমরা নিঃশর্ত ক্ষমা চাইছি। রামদেব এবং বালকৃষ্ণের আইনজীবী মুকুল রোহাতগি বলেছেন, আমরা জনসমক্ষে ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত, যাতে লোকেরাও জানতে পারে যে আমরা সুপ্রিম কোর্টের আদেশ মেনে চলার বিষয়ে গুরুতর। এর জবাবে আদালত বলেন, এ জন্য আমাদের পরামর্শের প্রয়োজন নেই।
বিচারপতি কোহলি বলেন, আমরা জানতে চাই অঙ্গীকারের পরের দিন সাংবাদিক সম্মেলন করে কী ভাবনা ছিল? আমাদের দেশে আয়ুর্বেদ অনেক প্রাচীন, মহর্ষি চরকের সময় থেকেই। আপনি কেন অন্য পদ্ধতির সমালোচনা করেন? শুধুমাত্র একটি পদ্ধতি থাকা উচিত? এর উত্তরে বাবা রামদেব বলেন, আমরা আয়ুর্বেদ নিয়ে অনেক গবেষণা করেছি। বিচারক বললেন, ঠিক আছে। আপনি আপনার গবেষণার ভিত্তিতে আইনি ভিত্তিতে এগিয়ে যেতে পারেন কিন্তু আমরা জানতে চাই আপনি কেন এই আদালতকে অবজ্ঞা করলেন? বাবা রামদেব বলেছেন, আইন সম্পর্কে আমাদের জ্ঞান কম। আমরা শুধু আমাদের গবেষণার তথ্য জনগণকে দিচ্ছিলাম। আদালতের আদেশ অমান্য করা আমাদের উদ্দেশ্য ছিল না। বাবা রামদেব ও বালকৃষ্ণের আইনজীবী রোহাতগি ১ সপ্তাহ সময় চেয়েছেন। এরই মধ্যে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব বলে জানান। বিচারপতি হিমা কোহলি বলেন, ঠিক আছে, আমরা ২৩ এপ্রিল শুনানি করব। অবমাননার অভিযোগে অভিযুক্তরা নিজেরাই কিছু পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন। আমরা সুযোগ দিচ্ছি।