মঙ্গলবার মুর্শিদাবাদের রেজিনগরে আচমকা বোমা বিস্ফোরণের খবর সামনে এসেছে। নাজিরপুর পশ্চিমপাড়ার একটি কাঠকলের পিছনে বিস্ফোরণটি ঘটে। প্রচন্ড গরমের জেরেই বোমা বিস্ফোরণের ঘটনাটি প্রকাশ্যে এসেছে বলে অভিযোগ। বিস্ফোরণে যদিও হতাহতের কোন খবর পাওয়া যায়নি। বোমা ফেটে বিস্ফোরণের ঘটনাই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তদন্তকারী অফিসাররা ঘটনাস্থল পরিদর্শনও করে যান। ভোট আবহে বোমা বিস্ফোরণ নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। তৃনমূলের পক্ষ থেকে অভিযোগ, কংগ্রেস আশ্রিত দুস্কৃতীরা ভোটের সময় গন্ডগোল পাকাতেই বোমা মজুত রেখেছিল। পাল্টা কংগ্রেস অভিযোগ করেছে, শাসক দলের গুন্ডারা এলাকার মানুষদের ভয় দেখাতেই বোমা রেখেছিল। প্রচন্ড রোদের জেরে মজুত বোমা ফেটে বিস্ফোরণ ঘটে। রেজিনগরের বিধায়কের লোকেরাই এই কাজের সাথে জড়িত বলে কংগ্রেসের অভিযোগ।