বৃহস্পতিবার মনোনয়ন জমা করলেন মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মো: সেলিম। চব্বিশের নির্বাচনী আবহে এই সময় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনিও পাশের বহরমপুর আসন থেকে ভোটে লড়ছেন। এদিন অধীর এবং সেলিমকে একই সাথে দেখা যায়৷ এমনকি বামেদের উত্তরীয় কাস্তে-হাতুড়ি যুক্ত প্রতীক তাঁর গলায় পরিধান করতে দেখা গেলো। সিপিএমের পক্ষ থেকে এক মহামিছিল শেষে মনোনয়ন জমা দেন সেলিম। বামেদের পক্ষে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক ও রাজ্য কমিটির সদস্য জামির মোল্লা, প্রাক্তন সংসদ বদরুদ্দোজা খান, রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ, মিনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহা সহ সিপিআই(এম) ও বামফ্রন্ট নেতৃত্ব।