ইসরায়েল ও ইরানের মধ্যে দ্বন্দ্ব চলছে। বদলা হিসাবে রবিবার ইসরায়েলে হামলা চালায় ইরান। এরপর শুক্রবার ইরানের বিরুদ্ধে পাল্টা জবাব দিয়েছে ইসরাইল। এমনই দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম। শুক্রবার ভোর ৬টার দিকে ক্ষেপণাস্ত্র-ড্রোন দিয়ে ইরানে হামলা চালায় ইসরাইল। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এবিসি নিউজ এ তথ্য জানিয়েছে। ইরানের ইসফাহান শহরের বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ইসরায়েল এখনো বিষয়টি নিশ্চিত করেনি।
তবে এর কারণ এখনো পরিষ্কার হয়নি। এটি লক্ষণীয় যে ইসফাহানে অনেকগুলি পারমাণবিক সাইট রয়েছে। একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, ইসরায়েল ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে হামলা চালিয়েছে। ইসফাহান ছাড়াও তাবরিজ শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শুক্রবার সকাল থেকে পশ্চিম ইরানে বাণিজ্যিক ফ্লাইটগুলি ডাইভার্ট করা হয়। উল্লেখ্য, হামলার খবর পাওয়ার প্রায় ৪ ঘণ্টা পর ফ্লাইটের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইরান। তেহরানের ইমাম খোমেনি এবং মেহরাবাদ বিমানবন্দরে পরিষেবা আবার শুরু হয়েছে।