চব্বিশের লোকসভা নির্বাচনের প্রথম দফায় ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি আসনে ভোটগ্রহন সম্পন্ন হয়েছে। বাংলার ৩ আসনের মধ্যে প্রথম দফাই কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি আসনে ভোটগ্রহণ হয়। বিক্ষিপ্ত কিছু হিংসার ঘটনার মধ্যেই মিটল রাজ্যের তিন আসনের ভোটপর্ব। বিকাল ৫ টা পর্যন্ত বাংলায় ভোট পড়েছে ৭৭.৫৭ শতাংশ, যা দেশের মধ্যে সর্বোচ্চ। বিকেল ৫টা পর্যন্ত কোচবিহার আসনে ভোট পড়েছে ৭৭.৭৩ শতাংশ, আলিপুরদুয়ারে ৭৫.৫৪ শতাংশ এবং জলপাইগুড়িতে ৭৯.৩৩ শতাংশ।