কোচবিহারে এক সিআরপিএফ জওয়ানের অস্বাভাবিক মৃত্যুর খবরে সামনে আসে। সেই মৃত্যুর রেশ না কাটতেই, ফের আরও এক মৃত্যুর খবর সামনে এসেছে। জলপাইগুড়ির ধূপগুড়িতে ভোটকেন্দ্রের বাইরে অসুস্থ হয়ে মারা গেলেন এক সিপিএম কর্মী। ধূপগুড়ির বিনয় সাহা মোড় এলাকার ১৫/১২৪ নম্বর বুথের বাইরে অস্থায়ী ক্যাম্পে বসে দলের কাজ করছিলেন ৫৮ বছর বয়সী ওই প্রৌঢ়। মৃত ওই ব্যক্তির নাম প্রদীপ দাস। ক্যাম্পে বসে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থতা অনুভব করলে, তিনি মাটিতে পড়ে যান। তৎক্ষনাৎ স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু আর শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে। তবে ঠিক কি কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয়। দলের কর্মীর মর্মান্তিক মৃত্যুকে শোক প্রকাশ করেছে সিপিএম।