লোকসভা নির্বাচনের মধ্যেই শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে বড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। পুরো প্যানেলকে বাতিল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি দেবাংশু বসাক ও মহম্মদ সাব্বির রশিদের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ ঐতিহাসিক রায় দিয়েছে। আদালত এসএসসি মামলায় ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল করেছে। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেলই বাতিল করেছে আদালত। পাশাপাশি নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছে। ২০১৬ সালে হওয়া এসএসসি গ্রুপ-সি, গ্রুপ-ডি, নবম-দ্বাদশ পর্যন্ত সালে হওয়া সব নিয়োগ অবৈধ বলে জানিয়েছে হাইকোর্ট। এসএসসির ওএমআর শিট পুরো জনসম্মুখে রাখতে হবে। এরজন্য এসএসসির ওয়েবসাইটে তা আপলোড করতে হবে। মেয়াদ উত্তীর্ণ যাঁরা চাকরি পেয়েছেন তাঁদের বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। ৪ সপ্তাহের মধ্যে সুদ-সহ বেতন দিতে হবে। সেই টাকা বছরে ১২ শতাংশ সুদে ফেরত দিতে হবে।