জাতীয় সড়কে চলন্ত এক পণ্যবাহী বোঝায় লরিতে হঠাৎ করে আগুন লাগে। বিধ্বংসী আগুনে লরিটি দাউ দাউ করে জ্বলতে থাকে। দমকল পৌঁছানোর আগেই পুরো গাড়িটি ভস্মীভূত হয়ে যায়। বুধবার সকালে ফরাক্কা ব্যারেজের ৪৮ নং গেটের সামনে ঘটনাটি ঘটেছে। ঘটনার জেরে আশেপাশে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। ভয়াভহ অগ্নিকাণ্ডের জেরে ট্রেন চলাচলও ব্যহত হয়। ৩৪ নং জাতীয় সড়কের উপর তীব্র যানজটেরও সৃষ্টি হয়। ঘটনাস্থলে এসে পৌঁছাই কর্তব্যরত সিআইএসএফ প্যানের টিম, ফরাক্কা ও বৈষ্ণবনগর থানার পুলিশ। সেখানে ছুটে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। আগুন ঠিক কোন কারণে লেগেছে, যদিও তা জানা যায়নি।