২০১৬ সালের শিক্ষক নিয়োগ বাতিল ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। স্কুল সার্ভিস কমিশনের অধীনে ২৫,৭৫৩টি চাকরি বাতিলের নির্দেশ দেই হাইকোর্ট। শিক্ষক নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে পৌঁছেছে রাজ্য সরকার। নিয়োগ বাতিল সংক্রান্ত কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে রাজ্য সরকার। সোমবার হাইকোর্ট শিক্ষক নিয়োগকে অবৈধ ঘোষণা করে প্রাপ্ত বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেন। বুধবার রাজ্য সরকারের পক্ষ থেকে শীর্ষ আদালতে একটি এসএলপি দায়ের করা হয়েছে।
West Bengal teachers' recruitment issue: West Bengal Government moves Supreme Court against Calcutta High Court decision declaring the entire panel of 2016 School Service Commission teachers' recruitment, null and void pic.twitter.com/XVGzX0rLk2
— ANI (@ANI) April 24, 2024
রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করে বলেছে, কলকাতা হাইকোর্ট নির্বিচারে মৌখিক যুক্তির ভিত্তিতে এবং রেকর্ডে কোনও হলফনামা না থাকায় নিয়োগগুলি বাতিল করেছে। হাইকোর্টের রায় স্থগিত চেয়েছে রাজ্য সরকার। সরকারের দাবি, স্কুলগুলিতে একটি বিশাল শূন্যতা তৈরি করবে, তা উপেক্ষা করেই সম্পুর্ণ সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল।