বৃহস্পতিবার মালদহের সুজাপুর বিধানসভায় নির্বাচনী রোড শো তৃণমূলের। লোকসভা নির্বাচন ঘিরে ভোটারদের আকৃষ্ট করতে প্রচারে নিয়ে আসা হয়েছে টলিউড অভিনেতা ও অভিনেত্রীদের। মালদহ দক্ষিণে তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রায়হানের সমর্থনে, সুজাপুরের রোড শো’তে অংশগ্রহণ করেন সোহম চক্রবর্তী, কৌশানী মুখার্জি এবং সৌরভ দাস। এদিন রোড শো ঘিরে ব্যাপক উৎসাহ ছিল। রাস্তায় হুড খোলা জিপে চেপে দলীয় কর্মীদের সঙ্গে তাঁদের প্রচারে সামিল হতে দেখা যায়।