লোকসভা ভোটের আবহেই প্রকাশিত হতে চলেছে চলতি বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ঠিক কবে ফলাফল দেওয়া হবে, তার দিনক্ষন জানিয়েছে । আগামী ২ মে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে। তার কিছুদিন পর প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের পরীক্ষার ফল। ৮ মে বার হবে উচ্চমাধ্যমিলের ফলাফল। মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে ফলফল দেখতে পাবেন পড়ুয়ারা। এবছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি থেকে। শেষ হয় ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ। অন্যদিকে ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং শেষ হয় ২৯ ফেব্রুয়ারি। পরীক্ষার ঠিক ৮০ দিনের মাথায় প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের ফল। অন্যদিকে উচ্চমাধ্যমিক ফল প্রকাশিত হতে যাচ্ছে পরীক্ষা শেষের প্রায় ৭০ দিনের মাথায়।