বিজেপি নেতার ঘনিষ্ঠর বাড়িতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা। উত্তর ২৪ পরগনার হাসনাবাদের কালিবাড়ি দক্ষিণ শিমুলিয়া এলাকায় ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, বাড়িটি স্থানীয় বিজেপি নেতা নিমাই দাসের ভাইয়ের। শনিবার সকালে বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। এতে আশেপাশে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। বিস্ফোরণে বেশ কয়েকজন আহতও হয়েছে। ঘটনার জেরে তৃণমূল কংগ্রেস বিজেপিকে নিশানা করেছে। তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, মজুত রাখা বোমার বিস্ফোরণ ঘটেছে। যদিও বিজেপি নেতৃত্বের দাবি, রান্নার সিলিন্ডার ফেটে দুর্ঘটনাটি ঘটেছে। এদিন ঘটনার খবর পেয়ে ছুটে আসে স্থানীয় হাসনাবাদ থানার পুলিশ। ঠিক কি কারণে বিস্ফোরণ ঘটেছে, তদন্ত করছে পুলিশ। এদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ সামাজিক হ্যান্ডেল ‘এক্স’-এ লিখেছেন, “বসিরহাটের অন্তর্ভুক্ত হিঙ্গলগঞ্জের হাসনাবাদ পঞ্চায়েতে বিজেপির নেতা নিমাই দাসের ভাইয়ের বাড়িতে মজুত রাখা বোমার বিস্ফোরণে গুরুতর আহত বাড়ির বাসিন্দারা। স্থানীয় মানুষের অভিযোগ এই প্রবল গরমে মজুত করে রাখা অত বোমায় বিস্ফোরণের ফলেই এই মর্মান্তিক ঘটনা। পুলিস সত্যাসত্য দেখুক।” ছবি: প্রতীকি