মাধ্যমিকে মুসলিমদের মধ্যে প্রথম মহম্মদ শাহাবুদ্দিন

প্রকাশিত হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন করে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ফলাফল ঘোষণা করেন। মেধা তালিকায় প্রথম দশের মধ্যে রয়েছেন ৫৭ জন পরিক্ষার্থী। রাজ্যে মুসলিমদের মধ্যে প্রথম ও মেধা তালিকায় ষষ্ঠ স্থান অধিকার করেছে মালদহের মহম্মদ শাহাবুদ্দিন আলি। শাহাবুদ্দিন মোজামপুর হাইস্কুলের পড়ুয়া। তার প্রাপ্ত নম্বর ৬৮৮। অন্যদিকে কোচবিহারের মাথাভাঙা হাইস্কুলের ছাত্র আসিফ কামাল সপ্তম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর ৬৮৭। এছাড়াও মালদহের মোজামপুর হাইস্কুলের ছাত্র আমিনুল ইসলাম মেধা তালকায় নবম স্থানে জায়গা পেয়েছে। তার প্রাপ্ত নম্বর ৬৮৫।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও