শুক্রবার হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। এক সাংবাদিক সম্মেলন করে রাজ্য মাদ্রাসা শিক্ষা পর্ষদ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। হাই মাদ্রাসার মোট পরীক্ষার্থী ছিল ৪৩ হাজার ২৬২ জন, এর মধ্যে ছাত্র ১৪ হাজার ৬৩৮ জন ও ছাত্রী ২৮ হাজার ৬২৪ জন। পাশ করেছে ৩৮ হাজার ৯২২ জন। আলিম পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১০ হাজার ৮২৮ জন, এদের মধ্যে ছাত্র ৫ হাজার ৭২১ জন এবং ছাত্রী ৫ হাজার ১০৭ জন। পাশ করেছে ৯ হাজার ৯৮০ জন। ফাজিল পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৫ হাজার ৯৫১ জন, ছাত্র ৩ হাজার ৯ জন ও ছাত্রী ২ হাজার ৯৪২ জন। উত্তীর্ণ হয়েছে ৫ হাজার ৫২৮ জন। হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিলে পরিক্ষার্থীদের পাশের হার যথাক্রমে ৮৯.৯৭ শতাংশ, ৯২.১৭ শতাংশ এবং ৯২.৮৯ শতাংশ। তিনটি বিভাগ মিলিয়ে পাশের হার ৯০.৬৫ শতাংশ। সব বিভাগ মিলিয়ে জেলাভিত্তিক পাশের হারে কোচবিহার জেলা প্রথম স্থানে রয়েছে, দ্বিতীয় দক্ষিণ দিনাজপুর, তৃতীয় উত্তর চব্বিশ পরগণা জেলা।মেধাতালিকায় সবমিলিয়ে প্রথম দশে ৪২ জন স্থান পেয়েছে। হাইমাদ্রাসা পরীক্ষায় প্রথম স্থান করেছে মালদার রামনগর হাইমাদ্রার ছাত্র সাহিদুর রহমান। তার প্রাপ্ত নম্বর ৭৭৮। হাইমাদ্রাসা বিভাগে যুগ্ম ভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে মুর্শিদাবাদের ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার তামান্না সুলতানা ও আমিরাবাদ হাই মাদ্রাসার রামিজ পারভেজ। তাদের প্রাপ্ত নম্বর ৭৭৫। হাইমাদ্রাসাতে তৃতীয় হয়েছে মালদার মহারাজনগর হাই মাদ্রাসার মুহাম্মদ ইব্রাহিম। তার প্রাপ্ত নম্বর ৭৭৩। আলিম পরীক্ষার প্রথম হয়েছে বারাসতের নুরুল নবী হাইমাদ্রাসার ছাত্র ইরফান হোসেন। তার প্রাপ্ত নম্বর ৮৬০। দ্বিতীয় স্থান অধিকার করেছে দক্ষিন চব্বিশ পরগণার ক্ষেরিয়া সিদ্ধিকীয়া সিনিয়র মাদ্রাসার রাইহান পিয়াদা। তার প্রাপ্ত নম্বর ৮৪৩। তৃতীয় স্থান লাভ করেছে নাসরুল উলুম সিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসার ইমরান মন্ডল। তার প্রাপ্ত নম্বর এছাড়া ফাজিল পরীক্ষার শীর্ষস্থান লাভ করেছে বসিরহাট আমিনিয়া সিনিয়র মাদ্রাসার পড়ুয়া সাইদুল সাপুই। তার প্রাপ্ত নম্বর ৫৫৯। দ্বিতীয় স্থান অধিকার করেছে বসিরহাট আমিনিয়া সিনিয়র মাদ্রাসার মোস্তাফিজুর রহমান। তার প্রাপ্ত নম্বর ৫৫৭। তৃতীয় স্থান লাভ করেছে আমিনপুর কেএনসি সিনিয়র মাদ্রাসার মাহবুব মন্ডল এবং ফুরফুরা ফাতিহা সিনিয়র মাদ্রাসার ছাত্র সেখ সাইদ আকতার। তাদের প্রাপ্ত নম্বর ৫৫৫।