মঙ্গলবার দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ। রাজ্যের চারটি আসনে রয়েছে ভোট। মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ইভিএম নিয়ে অভিযোগ আসতে শুরু করেছে। ইতিমধ্যেই একাধিক জায়গায় ইভিএম খারাপ হওয়ার অভিযোগ আসছে। সকাল ৮টা পর্যন্ত ৬০টিরও বেশি ইভিএম সংক্রান্ত অভিযোগ সামনে এসেছে। এর মধ্যে অভিযোগ এসেছে মালদহ দক্ষিণ থেকে ২৭টি এবং জঙ্গিপুর থেকে ১৭টি। এদিকে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ করেছে শাসক দল তৃণমূল। আবার ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগটি মুর্শিদাবাদের ডোমকল দক্ষিণনগর মাঠপাড়া ১৪৫ নম্বর নম্বর বুথে।