মঙ্গলবার দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ। রাজ্যের চারটি আসনে রয়েছে ভোট। মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটদান করেছেন বিভিন্ন আসনের প্রার্থীরাও। সামশেরগঞ্জের দেবিদাসপুরে ভোট দিয়েছেন। জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান। নিজের ভোটদানের পর তৃণমূল প্রার্থী জানিয়েছেন, “জঙ্গিপুরবাসির কাছে আবেদন শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় রেখে আনন্দ এবং উৎসবের মধ্যে দিয়ে নিজের ভোট প্রয়োগ করুন।” লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন মালদহ দক্ষিণের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রাইহান। শাহনওয়াজ ভোটারদের উদ্দ্যশ্যে বলেছেন, “সুন্দর আবহাওয়া। মনে হচ্ছে শরতের সকাল! জলদি বাড়ি থেকে বেরিয়ে আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন।” মালদহ দক্ষিণের কংগ্রেস প্রার্থী ঈশা খাঁন চৌধুরী সপরিবারে ভোটাধিকার প্রয়োগ করেছেন। তিনিও ভোটারদের আহ্বান করে বলেছেন, “সকল জেলাবাসীর কাছে আবেদন আপনারা আপনার মূল্যবান গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন।”