মঙ্গলবার দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ। রাজ্যের চারটি আসনে রয়েছে ভোট। মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৯টা পর্যন্ত রাজ্যের চার কেন্দ্রে ভোটের হার ১৫.৮৫ শতাংশ। ৪টি আসনের মধ্যে ভোট বেশি পড়েছে জঙ্গিপুর কেন্দ্রে। মালদহ উত্তর আসনে ভোটদানের হার ১৫.৩৩ শতাংশ, মালদহ দক্ষিণে ১৬.৩০ শতাংশ, জঙ্গিপুরে ১৬.৯৫ শতাংশ এবং মুর্শিদাবাদে ১৪.৮৭ শতাংশ।